মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে চীনের জায়ান্ট পান্ডা পেয়ে যাচ্ছে কাতার। সুহাইল ও সোরায়া নামের পান্ডা দু’টিকে কাতার বিশ্বকাপ উপলক্ষে উপহার হিসেবে পেয়েছে।
দোহার নিকটবর্তী ‘আল খোর পার্কে’ প্রাথমিকভাবে পান্ডা দু’টোকে রাখা হয়েছে। এরমধ্যে পুরুষ পান্ডাটির বয়স ৪ বছর আর নারীটির বষয় ৩ বছর।
২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পান্ডা দু’টিকে কাতারে পাঠিয়েছে চীন সরকার। যদিও এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চীন। তবে কাতারের প্রাকৃতিক গ্যাসের অন্যতম খরিদদার বেইজিং।
আল খোর পার্কের পরিচালক টিম বাউন্টস জানিয়েছেন, সুহাইলের ওজন ১৩০ কেজি আর সোরায়া ৭০ কেজির। প্রাণী দুটিকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।
তিনি বলেন, ‘বিশ্ববাসীর জন্য পান্ডা দুটিকে উন্মুক্ত করতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে।’
কাতারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝৌ জিয়ানের প্রত্যাশা, কাতারে তাদের দেওয়া পান্ডা প্রচুর ভালোবাসা পাবে।
চীনের পান্ডা পাওয়া দেশের তালিকায় কাতার ২০তম।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল