পারফরম্যান্সের কারণে বিতর্কিত নাম নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে মাত্র ১০৩.০৩ স্ট্রাইক রেট ও ১৮.৫৪ গড়ে শান্ত করেছেন ২০৪ রান। সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। সর্বশেষ চার ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেননি। একটি ম্যাচে ২৯ বলে ৩৩ করলেও বাকি তিন ম্যাচে ১১, ১২ এবং ১২ রানে আউট হয়েছেন। তবু এই শান্তকে দিয়েই বিশ্বকাপে ইনিংস উদ্বোধন করানোর পরিকল্পনা দলের। টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরামও শান্তর ওপর আস্থা হারাচ্ছেন না।
আজ বৃহস্পতিবার ব্রিজবেনে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের শ্রীরাম বলেন, ‘এ ধরনের পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। তাকে (শান্ত) শেখার প্রক্রিয়ায় থাকতে হবে, নিজেকে বিকশিত করে যেতে হবে। সে ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে। বিভিন্ন পরিস্থিতিতে সে কিভাবে ব্যাট করবে, ভিন্ন ভিন্ন কন্ডিশন ও বোলারদের সে কিভাবে সামলাবে, এসব সে শিখছে। আমরা এসব নিয়ে তার সঙ্গে ক্রমাগত কথা বলছি। ফুটেজ দেখানো হচ্ছে। কোচিংয়ের দিক থেকে আমরা এসবই কেবল করতে পারি।’
বিডি প্রতিদিন/আরাফাত