বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে চতুর্থ জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ বৃহস্পতিবার শেখ জামালের মাঠে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৫০তম মিনিটে একমাত্র গোলটি করেন সাবেল।
এই জয়ের সুবাদে আবাহনী-মোহামেডানকে টপকে পঞ্চম অবস্থানে উঠে এসেছে শেখ রাসেল।
৯ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ২ হারে ১৫ পয়েন্ট সংগ্রহ রাসেলের। ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। লিগে আরও একটি ম্যাচ বাকি শেখ রাসেলের। ২৩ অক্টোবর লিগের শেষ ম্যাচে প্রতিপক্ষ রহমতগঞ্জ।
দিনের আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলটির পক্ষে একমাত্র গোলটি করেছেন নাইমুল। মোহামেডানের রাতুল ম্যাচে লাল (দুই হলুদ) কার্ড দেখে মাঠ ছাড়েন।
বয়সভিত্তিক এই লিগে এক ম্যাচ হাতে রেখে গতকাল চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২২। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বসুন্ধরা কিংস। লিগের শেষ রাউন্ডে চূড়ান্ত হবে রানার্সআপ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ