এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারত-এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর এমন কথায় বেশ চটেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ওয়াসিমের মতে হুট করেই এমন কথা বলতে পারেন না জয় শাহ।
তিনি বলেন ‘ভারতীয় ক্রিকেট বোর্ড খুব বড় কথা বলে দিল। ভারত কখনো বলে দিতে পারে না পাকিস্তান কীভাবে ক্রিকেট খেলবে। ১০-১৫ বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি একজন সাবেক ক্রিকেটার। রাজনীতিতে কী হচ্ছে আমি জানি না। কিন্তু যোগাযোগ থাকাটা প্রয়োজন।’
ওয়াসিমের মতে ‘আপনার যদি কিছু বলারই ছিল জয় শাহ, তা হলে আমাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতেন। এশিয়ান কাউন্সিলের বৈঠক ডাকতে পারতেন। আপনি নিজের ভাবনার কথা জানাতেন। তা নিয়ে আলোচনা হতো। আপনি এভাবে হঠাৎ দাঁড়িয়ে বলতে পারেন না যে, পাকিস্তানে খেলতে যাব না। মনে রাখতে হবে-কাউন্সিল দায়িত্ব দিয়েছে পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজন করার।’
বিডি প্রতিদিন/নাজমুল