বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন অভিমন্যু ইশ্বরন, সৌরভ কুমার ও নবদিপ সাইনি। বাংলাদেশ সফরে চোটাঘাতে জর্জর ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন তিনজনই। এছাড়া স্কোয়াডে যোগ করা হয়েছে জয়দেব উনাদকাটকে।
ওয়ানডে সিরিজের পর টেস্ট থেকেও ছিটকে গেছেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে থাকছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
মিরপুরে দ্বিতীয় টেস্টের আগে রোহিত ভারতীয় দলে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। অধিনায়কের ফেরা নিয়ে পরে জানাবে বিসিসিআই। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাকে।
কক্সবাজার ও সিলেটে হওয়া ‘এ’ দলের দুইটি চার দিনের ম্যাচে দুইবার ৫ উইকেটসহ মোট ১৫ উইকেট নেন সৌরভ। সিলেটে ঝড়ো একটি ফিফটিও আসে তার ব্যাট থেকে। জাদেজা হাঁটুর ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তার বদলে নেওয়া হয়েছে রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে খেলা বাঁহাতি এ স্পিনারকে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন সৌরভ। ওই সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৩৭ উইকেট এই ২৯ বছর বয়সী ক্রিকেটারের। ব্যাট হাতে ২ সেঞ্চুরিতে ২৯.৬০ গড়ে রান ১ হাজার ৭৭৬।
ভারত 'এ' দলের হয়ে সম্প্রতি বাংলাদেশ সফরে দুটি সেঞ্চুরি করেন অভিমন্যু ইশ্বরন। বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া ঈশ্বরন দুই ম্যাচে দুইবার ব্যাটিংয়ের সুযোগ পান। প্রথম ম্যাচে ১৪১ রানের পর দ্বিতীয়টিতে তার ব্যাট থেকে আসে ১৫৭ রানের ইনিংস। ভারতের ‘এ’ দলের হয়ে আগেও পারফর্ম করেছেন ২৭ বছর বয়সী এ ওপেনার। টেস্ট দলেও তার ঠাঁই মিলেছে আগে। তবে এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। এবার রোহিতের ব্যাক-আপ হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে তাকে।
সাইনি দুইটি আনঅফিসিয়াল টেস্টে মোট ৬ উইকেট নিতে পেরেছেন। সাদা চোখে এই পারফরম্যান্স দারুণ কিছু না হলেও নতুন বলে স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দিয়েছেন দীর্ঘদেহী এ পেসার। গত বছরের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছেন তিনি। জাতীয় দলে তার সবশেষ ম্যাচ একই বছরের জুলাইয়ে। শামির চোটে টেস্ট স্কোয়াডে ঢুকে প্রায় দেড় বছর পর ফের আন্তর্জাতিক মঞ্চে নামার হাতছানি তার সামনে।
ভারত 'এ' দলের হয়ে সম্প্রতি বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন সৌরভ কুমার। | আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য সিলেটে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট খেলে চট্টগ্রামে চলে এসেছেন ঈশ্বরন, সাইনি ও সৌরভ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার দলের ঐচ্ছিক অনুশীলনেও যোগ দেন ঈশ্বরন। তবে সাইনি ও সৌরভ ছিলেন টিম হোটেলেই।
উনাদকাট টেস্ট দলে ফিরলেন ১২ বছর পর। সম্প্রতি ভারতের একদিনের ম্যাচের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রকে শিরোপা জেতানোর পথে ১০ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন বাঁহাতি এ পেসার। লাল বলে তিনি সবশেষ খেলেন গত অক্টোবরে ইরানি ট্রফিতে। সেই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন উনাদকাট। পরে ২০১৩ সালে ৭টি ওয়ানডে খেলেন তিনি ভারতের হয়ে। এতদিন পর আবার দেশের হয়ে খেলার হাতছানি ৩১ বছর বয়সী পেসারের সামনে। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতায় এখন তিনি সমৃদ্ধ। ৯৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৩৫৩টি।
চোটক্রান্ত অনেকের বদলির সঙ্গে নিয়মিত দলের একজনকে ফিরে পেয়েছে ভারত। চোটের কারণে ওয়ানডে সিরিজের আগে দেশে ফিরে যাওয়া কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত চট্টগ্রামে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার মাঠে গড়াবে প্রথম টেস্ট। ঢাকায় ফিরে মিরপুরে ২২ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট।
ভারতের পরিবর্তিত টেস্ট স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পুজারা (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত , শ্রীকার ভারত, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদিপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ