সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ছুঁতে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতকে। এ জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
বৃহস্পতিবার মোহালিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। সর্বোচ্চ ৪২ রান করেন মোহাম্মদ নবি। এ ছাড়া রহমনাউল্লাহ গুরবাজ ২৩, ইব্রাহিম জাদরান ২৫ ও আব্দুল্লাহ ওমরজাই করেছেন ২৯ রান।
বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ২৩ রানে ২ উইকেট ও মুকেশ কুমার ৩৩ রানে নেন ২ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে রোহিতকে শুরুতেই হারিয়ে ফেলে ভারত। শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রোহিতের আউট হয়ে ফেরাতে অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি। ১৫ বল হাতে রেখেই জয় পেয়েছে ভারত। শিভম দুবের অপরাজিত ৬০ রানের ইনিংস ভারতের জয়ে রাখে বড় ভূমিকা।
আফগানিস্তানের পক্ষে বল হাতে মুজিব উর রহমান ২১ রানে নেন ২ উইকেট।
বিডিপ্রতিদিন/কবিরুল