বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডফিল্ডার অস্কার। আগামী ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ।
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার। ২০১৬ সালে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রায় দীর্ঘ ৯ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।
বর্তমানে ১২ ম্যাচে ৫ জয় এবং ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলের পাঁচে রয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল এবং ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা।
বিডি প্রতিদিন/নাজিম