ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমিত হওয়ায় ফের শুরু হতে পারে আইপিএল ২০২৫। শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে টুর্নামেন্ট আবার চালু করার পরিকল্পনা করা হচ্ছে। গত সপ্তাহে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বাতিল হওয়ার পরই স্থগিত হয়েছিল টুর্নামেন্ট।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, 'আগামী কয়েকদিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর ও রাজ্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের অনুমতি পাওয়াও এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
এদিকে, সাময়িক স্থগিতাদেশের পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই ফিরে গেছেন। তবে বিসিসিআই ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সব খেলোয়াড়কে নিজ নিজ হোম ভেন্যুতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, এই সপ্তাহের শেষেই আবার মাঠে গড়াতে পারে বাকি আইপিএল ম্যাচগুলো। সোমবার বিসিসিআই এবং স্টেকহোল্ডারদের বৈঠকের পরই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ পুনঃতফসিল।
নিরাপত্তা পরিস্থিতির কারণে টুর্নামেন্টের বাকি অংশ আর অনুষ্ঠিত হবে না ধর্মশালা, চণ্ডীগড়, দিল্লি, জয়পুর এবং মুম্বাইয়ে। নতুন করে ম্যাচগুলো সীমাবদ্ধ রাখা হচ্ছে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং লখনউয়ে।
এই মুহূর্তে আইপিএলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স, ১৬ পয়েন্ট ও ০.৭৯৩ নেট রানরেটে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর রয়েছে পাঞ্জাব কিংস (১৫), মুম্বাই ইন্ডিয়ানস (১৪), দিল্লি ক্যাপিটালস (১৩), কলকাতা নাইট রাইডার্স (১১) এবং লখনউ সুপার জায়ান্টস (১০)।
তবে ইতিমধ্যেই প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে তিনটি দল- চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস।
এই আসরে এখনও ১২টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ ম্যাচ খেলা বাকি। চলমান উত্তেজনার মধ্যে আইপিএল-এর ভবিষ্যৎ এখন নতুন করে আশা দেখাচ্ছে কোটি ভক্তের কাছে।
বিডি প্রতিদিন/মুসা