৮ মার্চ, ২০২১ ১১:২১

শিশুদের বই পড়া সহজ করবে গুগলের প্লে বুকস ফিচার

অনলাইন ডেস্ক

শিশুদের বই পড়া সহজ করবে গুগলের প্লে বুকস ফিচার

প্লে বুকস নামে নতুন একটি ফিচার এনেছে গুগল। এতে শিশুরা সহজেই বই পড়ায় উদ্বুদ্ধ হতে পারেন। নিজেদের ই-বুক ডিজিটাল বিতরণ সেবা প্লে বুকে ফিচারটি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এখন থেকে চাইলে অভিভাবকরা কোনো বই শিশুদের শোনার ব্যবস্থা করে দিতে পারবেন। ‘ট্যাপ টু রিড’ ফিচারটি নিজে থেকেই বইয়ের শব্দ পড়ে শোনাবে। শুধু তা-ই নয়, খুব সহজে অর্থও খোঁজা সম্ভব হবে।

বইয়ের পাতা নিজে থেকেই উল্টাবে, না-কি অভিভাবক বা শিশু পাতা উল্টিয়ে নেবেন, তা-ও ঠিক করে রাখা যাবে ফিচারটির সাহায্যে। গুগল বলছে, ‘যে কোনো একটি শব্দ বাজিয়ে শুনে নিন বইয়ের যে কোনো পাতা থেকে। পড়ুন বা শুনুন হাজারো শিশুবান্ধব সংজ্ঞা, এগুলোর মধ্যে চিত্র থাকবে যা বোধগম্যতা এবং শেখার ক্ষেত্রে সাহায্য করবে।’

এছাড়াও যেকোনো শিশুতোষ বই কেনার আগে বিনামূল্য নমুনা ডাউনলোড করে টুল সচল রয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে পারবেন ক্রেতারা। সূত্র: ডেইলি পাইওনিয়ার।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর