২৩ জুলাই, ২০২১ ১০:১৬

ইসরাইলে পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে তদন্ত কমিশন

অনলাইন ডেস্ক

ইসরাইলে পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে তদন্ত কমিশন

প্রতীকী ছবি

ইসরাইলের পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স ও ডিফেন্স কমিটির প্রধান গতকাল বৃহস্পতিবার আল জাজিরার বরাত দিয়ে ঘোষণা করেন, সারাবিশ্বে পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

ইসরাইলের আইনপ্রণেতা র‌্যাম বেন বারাক যিনি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপ-প্রধান তিনি বলেছেন, ‘অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি রিভিউ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর আমরা দেখব কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা?’

এনএসও এর প্রতিষ্ঠাতা ও সিইও শালেভ হুলিও আর্মি রেডিওকে বলেছেন, ‘ঘটনার তদন্ত হলে তারা খুশি হবেন। তাহলে বিষয়টি পরিষ্কার হবে। এনএসও এর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের পুরো সাইবার ইন্ডাস্ট্রির গায়ে কলঙ্ক লাগানো।’

ফাঁস হওয়া একটি তথ্যে ৫০ হাজার ফোন নাম্বারের একটি তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নাম্বার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নাম্বারগুলোতে নজরদারি চালানো হয়েছে। কোনো ফোনে একবার পেগাসাস স্পাইওয়্যারটি ইনস্টল হলে সেই হ্যান্ডসেটটি দখল করে নেয় তা। ফলে ফোন খোলা না থাকলেও ব্যবহারকারীর অজান্তে সব তথ্য চলে যায় স্পাইওয়্যারটির কাছে।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর