৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৩

হোয়াটসঅ্যাপে ডাটা সাইজ কমাতে চাইলে

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপে ডাটা সাইজ কমাতে চাইলে

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ করতে চাইলে এখন আপনাকে টাকা খরচ করতে হবে। বর্তমানে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো পরিমাণ ডেটা ব্যাকআপ করতে পারেন, তবে শিগগির কোম্পানি এটিকে শুধু ১৫ জিবি রাখতে চলেছে। আপনার যদি মনে হয়, মেসেজ ও ডকুমেন্ট ব্যাকআপ করতে গেলে ১৫ জিবির বেশি জায়গার প্রয়োজন, তাহলে আপনি গুগল ওয়ানের সাবস্ক্রিপশনও নিতে পারেন। নেওয়া যাবে ১০০ জিবি স্টোরেজ। আর যদি আপনি এত টাকা খরচ করতে না চান, তাহলে অতিরিক্ত, অকেজো ফাইলগুলো মুছে ফেলুন। না হলে ডাটা সাইজ কমিয়েও নিতে পারেন।

ডাটা সাইজ কমাতে চাইলে-

>> হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপায়ারিং মেসেজেস ফিচারটি চালু করতে পারেন, এতে আপনি যখন কোনো চ্যাট ব্যাকআপ করবেন, তখন খুব বেশি সাইজ হবে না।

>>> মাঝে মাঝে অতিরিক্ত মেসেজ, ছবি, ভিডিও এসব কিছু ডিলিট করে দিন। না হলে ব্যাপআপ সাইজ অনেক বেশি হবে।

>> মিডিয়া অটোমেটিক ডাউনলোড সেটিংসটি বন্ধ করে রাখতে পারেন। এতে আপনার যে যে ছবি, ভিডিওর প্রয়োজন, আপনি শুধু সেগুলোই ডাউনলোড করে নিতে পারবেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর