ইমপ্রিন্ট : ‘ইমপ্রিন্ট’ শিক্ষামূলক অ্যাপ। এর মাধ্যমে মনোবিজ্ঞান, দর্শন, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে শেখা যায়।
চ্যাটজিপিটি : ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি অ্যাপের মাধ্যমে যে কোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানা যায়। নিজ থেকে বার্তা, গল্প, নিবন্ধ বা কবিতা লিখতে সক্ষম অ্যাপটিতে সম্প্রতি ভয়েস চ্যাট সুবিধাও যুক্ত হয়েছে।
স্পটিফাই : স্ট্রিমিং অ্যাপটির মাধ্যমে অনলাইনে সহজেই পছন্দের গান এবং পডকাস্ট শোনা যায়।
বাম্বল ফর ফ্রেন্ডস : অ্যাপটিতে অবস্থান অনুযায়ী নতুন বন্ধু তৈরির পাশাপাশি তাদের সঙ্গে বার্তাও আদান-প্রদান করা যায়।
ভয়েডপেট গার্ডেন : অ্যাপটিতে নিজের পছন্দমতো বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করে কাল্পনিক বাগান তৈরি করা যায়।
আর্টিফ্যাক্ট : অ্যাপটির নির্মাতা ইনস্টাগ্রামের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম। ব্যবহারকারীর আগ্রহ বুঝে নিউজ ফিডে পছন্দের সংবাদ প্রদর্শন করে অ্যাপটি।
অ্যাওয়ার : মানসিক ও শারীরিক স্বাস্থ্যবিষয়ক অ্যাপটিতে বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যায়।
ক্যারেক্টার এআই : অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন চরিত্র তৈরি করে তাদের সঙ্গে বার্তা আদান-প্রদান করা যায়।
পাও পেট্রল একাডেমি : দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য তৈরি অ্যাপটিতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক গেম খেলা যায়।
অ্যাওয়ার্ল্ড ইন সাপোর্ট অব অ্যাক্টনাউ : জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের প্রচারণা অ্যাক্ট নাউয়ের অফিশিয়াল অ্যাপ এটি। পরিবেশদূষণ, কার্বন নিঃসরণসহ বিভিন্ন বিষয়ে সচেতন করে অ্যাপটি।
হোয়াটসঅ্যাপ : মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও এবং ভিডিও কল করা যায়।
কনসেপ্টস : অ্যাপটি ব্যবহার করে সহজেই ছবি আঁকার পাশাপাশি দ্রুত স্কেচ তৈরির সুযোগ মিলে থাকে।
ফ্লিপাক্লিপ : অ্যানিমেশনভিত্তিক অ্যাপটির সাহায্যে অ্যানিমেটেড ভিডিও এবং জিআইএফ তৈরি করা যায়।
ম্যাক্স : টেলিভিশনের অনুষ্ঠানের পাশাপাশি সিনেমা বা খেলাও দেখা যায় অ্যাপটিতে।
অ্যামাজন প্রাইম ভিডিও : সিনেমা এবং টেলিভিশনের অনুষ্ঠান দেখার জনপ্রিয় অ্যাপটি নিবন্ধন করে ব্যবহার করতে হয়।