চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ২০৩-২৪ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান রাবি উপাচার্য।
নবীনদের স্বাগত জানিয়ে রাবি উপাচার্য বলেন, ক্যাম্পাসে সবার কথা বলার সুযোগ তৈরী হয়েছে। কোনো রক্তচক্ষুকে ভয় পাওয়ার আর কারণ নেই। তাই নিজেকে ও দেশকে গড়ার এটা একটা মহাসুযোগ। নতুন কিছু শিখতে হবে। মানুষ যতদিন শেখে ততদিন তরুণ থাকে। নবীনদের মেধা ও সৃজনশীলতা বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করবে সেই প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার, কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন গোলাম মোর্তুজা প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত