দেশকে নতুনভাবে গঠন করার জন্য ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
রবিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূর্ব শাখা সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, ফটিকছড়ি থানা জামায়াতের আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার, বাকলিয়া থানা জামায়াতের আমীর ও সাবেক মহানগর সভাপতি আব্দুল জব্বার, সাবেক মহানগর উত্তর সভাপতি সাইফুদ্দিন খালেদ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি শওকত আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত