চট্টগ্রাম নগরীতে ত্রাস সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ আলী এবং মো সুজন। অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার কারা হয়।
শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী ও হালিশহর থানার সীমানাসংলগ্ন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, টাকার লেনদেনকে কেন্দ্র করে পাহাড়তলী এবং হালিশহর থানার সীমান্ত এলাকায় জাবেদ এবং আলী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলী এবং মো সুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি করে বিদেশী পিস্তল, ম্যাগজিন, চাইনিজ কুড়াল, ছোড়া এবং লোহার রড উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে - এলাকায় আধিপত্য বিস্তারের জন্য উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করার জন্য তাদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।
বিডি প্রতিদিন/হিমেল