ভরা মৌসুম শুরু হলেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ দেখা যাচ্ছে না। এতে একদিকে ব্যবসায়ীরা লোকসানের শিকার হচ্ছেন, অপরদিকে ক্রেতারাও রয়েছেন হতাশায়। কয়েকদিন আগে অমাবস্যা ও পূর্ণিমার জোতে কিছু ইলিশ ধরা পড়লেও সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মৎস্য বিজ্ঞানীরা। জেলা মৎস্য দপ্তরের তথ্য মতে, চাঁদপুরে ছোট-বড় দেড় শতাধিক মৎস্য আড়ত রয়েছে। এসব আড়তে পাইকারি দরে ৫০০-৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকায়, আর ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। চাঁদপুরের আড়তদার শাহজালাল তপাদার ও আতিকুর রহমান বলেন, ভরা মৌসুম শুরু হলেও পদ্মা-মেঘনায় জেলেদের জালে কাক্সিক্ষত ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুরের আড়তগুলোতে মিলছে না দক্ষিণাঞ্চল ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, মহিপুর, সন্দ্বীপ, নোয়াখালীসহ সমুদ্রবর্তী এলাকার ইলিশ। স্বল্প পরিমাণ সড়ক পথে এলেও নদী পথে শিপিং বোটে কাক্সিক্ষত ইলিশ না আসায় আড়তদাররা পড়েছেন বিপাকে। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, গত দুই জোতে কিছু পরিমাণ ইলিশ আমদানি হলেও, তা এখন অনেক কম। ফলে লোকসান আতঙ্কে মৎস্য আড়ত ব্যবসায়ীরা। ক্রেতা জসিমউদদীন ও মোহাদ্দেস মাহী বলেন, ইলিশের দাম কম শুনে মাছ ঘাটে এসেছি। দাম বেশি হওয়ায় অল্প কিছু ইলিশ কিনেছি। দূরদূরান্ত থেকে ছুটে আসার পর ঘাটের বাস্তবতা দেখে হতাশ হয়েছি। তাই দাম বেশি হওয়ায় নামমাত্র ইলিশ কিনে বাড়ি ফিরছি। আড়তে এক কেজি সাইজের ইলিশ ১৬০০-১৭০০ টাকা, দেড় কেজি সাইজের প্রতি কেজি ১৮০০-২০০০ টাকা, দেড় কেজি সাইজের ওপরের প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চাঁদপুরের ইলিশ গবেষক মো. আবু কাউছার দিদার বলেন, জেলে ও আড়তদারদের হতাশ হওয়ার কিছু নেই। আশা করছি চলতি মাস ও সামনের পূর্ণিমায় আশানুরূপ ইলিশের প্রাপ্যতা দেখা যাবে।
শিরোনাম
- জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের অবস্থান
- গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: মৃত ৫, নিখোঁজ ৪০
- নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১২ কোটি টাকা
- সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ্য ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব
- মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিটন
- রাতে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও ম্যানসিটি
- শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
- হিজাব না পরে কনসার্টে গান, গ্রেফতার ইরানের গায়িকা
- মানহানি মামলা: ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ
- রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার
- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি : উপদেষ্টা ফাওজুল কবির
- এবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ ইরফান
- মার্কিন সরকারকে সহযোগিতার অভিযোগে সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিলো ইরান
- পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
- পয়েন্ট খুইয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ
- সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে
- জিম্মি করে মুক্তিপণ আদায়, টেকনাফে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
- চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- বিহারে বন্দুক ঠেকিয়ে সরকারি চাকরিজীবীকে অপহরণ করে বিয়ে করল তরুণী