সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গতকাল সেনা সদরে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আইএসপিআর জানায়, ১৬ অক্টোবর বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা’ হতে যাচ্ছে। এ উপলক্ষে বৌদ্ধধর্মাবলম্বীদের বৌদ্ধ পল্লী, জনপদ ও বিহারগুলোয় সপ্তাহব্যাপী কর্মসূচি আয়োজন করা হয়। উৎসব চলাকালে শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানকে আমন্ত্রণ জানান। এ সময় সেনাবাহিনী প্রধান সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শুভ প্রবারণা ও কঠিনচীবর দান উদ্যাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।
এ ছাড়া ব্যক্তিগতভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসবগুলো পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব কার্যক্রম গ্রহণের আশ্বাস দেন।