ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০) ও ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪)। পূজা বিশ্বাসের বাড়ি মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামে। তার বাবার নাম সাধন বিশ্বাস। আর রত্না সাহার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রামে। তার বাবার নাম রতন কুমার সাহা। নিহত দুজন পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি ক্যাফেটেরিয়ায় চাকরি করতেন।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, রত্না ও পূজা শহরের মধ্য আলিপুর কানাই মাতুব্বর মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। দুজনই পূজার মাসি বীথি বিশ্বাসের সঙ্গে থাকতেন। শুক্রবার সন্ধ্যার পর পূজা ও রত্না পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে তারা ফিরে আসেন। রাত ১টার দিকে তারা বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে রত্না এবং গতকাল সকাল ৮টার দিকে পূজা মারা যান। বীথি বিশ্বাস বলেন, ‘পূজা ও রত্না আমার সঙ্গেই থাকত। শুক্রবার রাতে পূজা দেখে বাড়ি ফেরার পর দুজনই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। রাতে রত্না ও শনিবার সকালে পূজা মারা যায়।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. রতন কুমার সাহা বলেন, দুজন নারীকে গভীর রাতে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অন্যজন শনিবার সকালে মারা যান। দুজনেরই বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।