চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম শাহনাজ কামরুন নাহার (২৫)। তার বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়। গৃহবধূর স্বামীর নাম প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। তার বাড়ি পটিয়ার শান্তিরহাট এলাকায়। নগরের কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় তাদের বসবাস। তবে কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, গত মঙ্গলবার রাতে গৃহবধূর লাশ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় গৃহবধূর স্বামীর আত্মীয়-স্বজন। এ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। পরে ঘটনাস্থল কসমোপলিটন আবাসিক এলাকার কাশেম বিল্ডিংয়ে গিয়ে বাসা তালাবদ্ধ দেখা যায়। ধারণা করা হচ্ছে, বাসার চাবি দারোয়ানকে দিয়ে পালিয়ে গেছে গৃহবধূর স্বামী ও তার পরিবার। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।