রাজধানীর উত্তরার একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই বাসার নগদ ১৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও পাসপোর্ট নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। বাসাটি সরকারি ইডেন মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. মমতাজ সাহানারার।
তার স্বামী ড. হারুন অর রশিদ হাওলাদার অভিযোগ করেন, সমন্বয়ক পরিচয় দিয়ে বেশ কয়েকজন বাসার ভিতরে প্রবেশ করে তার সঞ্চয়ের টাকা, স্ত্রী-সন্তানের স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। যাচাই-বাছাই করে দেখছি। কিছু লোক বাসায় ঢুকে স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।