ঝালকাঠির বাসন্ডা খালে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চামটা এলাকার বাসন্ডা খাল থেকে বুধবার বিকালে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, চামটা বাজার এলাকায় বাসন্ডা খালে ভাসমান অবস্থায় মেয়ে নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, খালের পানিতে ভেসে আসা মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন করে স্থানীয় পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।