হাই কোর্টের রিট পিটিশন রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং কর্মচারীরা। দিনাজপুর প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। আউটসোর্সিংয়ে কর্মরত ৮৭ জন রিট আবেদনকারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তোফায়েল আহমেদ। লিখিত বক্তব্যে বলা হয়, বড়পুকুরিয়া কয়লা খনিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পেয়ে ২২ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন রিট পিটিশনকারী ৮৭ জন। এ খনিতে জমি অধিগ্রহণের ফলে নিজেদের বসতভিটা, ফসলি জমি, মসজিদ, মাদরাসা এমনকি বংশীয় কবরস্থান পর্যন্ত হারিয়েছি। শুরু থেকেই কোম্পানিতে ক্ষতিগ্রস্তদের স্থায়ী নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আউটসোর্সিং কর্মচারী হিসেবে রেখে সব সুযোগ-সুবিধা বঞ্চিত করা হচ্ছে আমাদের।
তোফায়েল আহমেদ বলেন, ২০০৯ সালে কোম্পানির স্থায়ী পদে কর্মকর্তা ও কর্মচারীদের বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় শুধু কর্মকর্তাদের নিয়োগ প্রদান করা হয়। অজ্ঞাত কারণে বন্ধ রাখা হয় কর্মচারী নিয়োগ প্রক্রিয়া।
৮৭ জন রিট আবেদনকারীর পক্ষে মহামান্য হাই কোর্টের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন কর্মচারীরা।