অতিবৃষ্টি ও বেত্রবতী নদীর তীব্র স্রোতে সাতক্ষীরা কলারোয়া উপজেলার তিনটি সেতু নদীতে বিলীন হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর সদরের তিনটি ওয়ার্ডের। ব্যাহত হচ্ছে কলারোয়া উপজেলা সদরের সঙ্গে পাশের জেলা যশোরের কেশবপুর, মনিরামপুর, ঝিকরগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সড়ক পথে যাতায়াত। প্রবল বৃষ্টির মধ্যে গত বৃহস্পতিবার এক দিনে পশুহাট মোড়ের পাশে বেত্রবতী নদীর ওপর বেইলি সেতু, তরকারি বাজার সংলগ্ন কাঠ ও বাঁশের সেতু এবং পৌরসভার গোপীনাথপুর গ্রামের তারকনন্দী নামক স্থানে কাঠের সেতুটি ভেঙে পড়ে। সেতু তিনটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কলারোয়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বেত্রবতী নদীর দুই পাশে ছয়টি করে ১২টি ইউনিয়ন রয়েছে। কলারোয়া সদরে আছে স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পৌরসভা, রেজিস্ট্রিঅফিস, ভূমি অফিস, মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর। নদী পারাপারে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সেতু তিনটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দি গতকাল ভেঙে যাওয়া সেতু তিনটি পরিদর্শন করেছেন। তারা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সেতু তিনটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের নির্দেশ দেন।