নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের অন্তর্গত গয়লার ঘোপ গ্রাম। গ্রামটিকে তিন দিকে ঘিরে রেখেছে বড়াল নদ। অনেকটা ইংরেজির ইউ আকৃতিতে ঘেরা গ্রামটি দেখতে কিছুটা দ্বীপের মতো। স্থলভাগের সঙ্গে সংযুক্ত শুধু উত্তর দিক। অন্য তিন দিক থেকে বের হওয়ার দুটি পথ রয়েছে। সে দুটি পথেই প্রধান অন্তরায় নদ। পথ দুটি যোগাযোগের জন্য যেতে হয় গোচর-গয়লার ঘোপ ঘাট এবং গয়লার ঘোপ-পাকা ঘাটে। এ দুই পথে বর্ষা মৌসুমে নৌকায় এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোয় পারাপার হয় সাধারণ মানুষ। শিক্ষার্থীরা পাশের গ্রামের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজে পড়ালেখা করে। এজন্য ঝুঁকি নিয়ে নদ পারাপার হতে হয়। মাঝেমধ্যে দুর্ঘটনার শিকারও হতে হয়। ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাতে হয় এ এলাকার মানুষকে। গয়লার ঘোপের উত্তর পাশে প্রায় ১০টি গ্রামে ২০ হাজারের বেশি মানুষের বসতি। নদী বিধৌত এ গ্রামটি সবজি চাষে বিখ্যাত। এখানকার উৎপাদিত কৃষিপণ্য এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হওয়ায় এসব কৃষিপণ্য খুব কম দামে জামনগর বাজারে ফড়িয়াদের কাছে বিক্রি করতে হয়। অন্যদিকে গ্রামটির পূর্ব-দক্ষিণ কোনে রয়েছে পাকা ইউনিয়নের পাকা গ্রাম। কৃষকরা কৃষি পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। গয়লার ঘোপের শিক্ষার্থীরা পাশের জামনগর এবং পাকা গ্রামের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজে পড়ালেখা করে। গয়লার ঘোপ থেকে নদ পার হয়ে মাত্র আধা কিলোমিটার দূরে আড়ানী রেলস্টেশন। অদূরে রয়েছে বাঘার আড়ানীর একটি প্রসিদ্ধ হাট। কিন্তু নিকটবর্তী পাকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত, বড়াল পাড়ের পাকা হাট ও আড়ানীর হাটসহ এই অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের প্রধান বাধা বড়াল নদ। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোয় নদ পারাপার হতে হয়। গয়লার ঘোপ গ্রাম থেকে উপজেলা সদরের সহজ পথ পাকা হয়ে আড়ানী-বাগাতিপাড়া সড়ক। কিন্তু জামনগর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয় এ গ্রামটির বাসিন্দাদের। ফলে সাধারণ মানুষকে প্রায়শই ভোগান্তিতে পড়তে হয়। অথচ একটি ব্রিজ বদলে দিতে পারে ওই গ্রামের মানুষের ভাগ্যের চাকা। উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, ওই ঘাটে একটি ব্রিজের প্রকল্প পাঠানো হয়েছিল। মাটি পরীক্ষার তথ্যও ঊর্ধ্বতন বরাবর প্রেরণ করা হয়েছে। এ অনুমোদন সংক্রান্ত একটি মেইল বার্তা তিনি পেয়েছেন। ওইখানে ২০০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হবে।
শিরোনাম
- স্বামীর সঙ্গে কেন কাজ করতে নারাজ বিদ্যা বালান?
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- বিরোধীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে প্রচার করত আওয়ামী লীগ: যুক্তরাষ্ট্র
- ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
- ‘ক্রিসমাস ট্রি’ ছায়াপথ : উন্মোচিত করলো মহাবিশ্ব গঠনের রহস্য
- ২০২৬ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন নেইমার
- পাকিস্তানে তেল-গ্যাসের নতুন বিশাল খনির সন্ধান
- ১০ ট্রাক অস্ত্র মামলায় ফের যুক্তি উপস্থাপন আজ
- বুমরাহকে কেন টেস্টে অবসর নিতে বলছেন শোয়েব আখতার?
- যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি দখল করে নিল ইসরায়েল
- আদানির বিপুল দায় মেটাতে হিমশিম, এডিপি কাটছাঁট
- রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন
- ‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা
- সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০
- সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করলো বিশ্বব্যাংক
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
প্রকাশ:
০০:০০, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ঝুঁকি নিয়ে বড়াল নদ পারাপার
একমাত্র ভরসা নৌকা ব্রিজের অভাবে দুর্ভোগ কৃষি পণ্যের ন্যায্যমূল্য বঞ্চিত কৃষকরা
নাটোর প্রতিনিধি
এই বিভাগের আরও খবর