লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে কাঁটাতারের এপারে ক্যাম্প তৈরি করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণকাজ বন্ধ রেখেছে বিএসএফ। এই নিয়ে ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।
আগামী সোমবার বিষয়টি নিয়ে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী মধ্যে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী।
জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নারী সদস্যদের জন্য নতুন করে ক্যাম্প নিমার্ণের উদ্যোগ নেয় ভারত। লালমনিরহাটের হাতীবান্ধার সিংঙ্গীমারী সীমান্তের ওপারে ভারতীয় ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের নারী সদস্যদের জন্য পৃথক ক্যাম্প তৈরির কাজ শুরু হয়। কিন্তু নির্মাণাধীন ওই বিএসএফ ক্যাম্পের একটি দেয়াল কাঁটাতারের এপারে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় তৈরি করতে দেখে তাতে বাঁধা দেয় স্থানীয় বিজিবি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী সীমান্তে কাঁটাতারের এপারে ৮৯৪ নং আর্ন্তজাতিক সীমানা পিলার ঘেঁষে নতুন ভবন তৈরি করছে বিএসএফ। এতে করে ওই ভবনের প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি ইটের প্রাচীর কাঁটাতারের এপারের অংশে পড়েছে। তবে শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কাঁটাতারের এপারে দেয়াল তৈরিতে বাঁধা দেওয়া হলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ।
এলাকাবাসী জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পিলার ঘেঁষে কোন প্রকার স্থাপনা তৈরিতে বিধি নিষেধ থাকলেও তা উপেক্ষিত হচ্ছে বিএসএফের ওই ভবন নির্মাণে। তাই বিষয়টি নিয়ে বাংলাদেশী সীমান্তবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী কাঁটাতারের এপারে বিএসএফের স্থাপনা নির্মাণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তের অনেক জায়গায় এমন কাজ করছে বিএসএফ। আমার প্রটেক্ট দিয়েছি।’ এনিয়ে শনিবার দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নির্ধারিত বৈঠকটি পিছিয়ে আগামী সোমবার করা হয়েছে। ওইদিন বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন