গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৪ জন শিক্ষার্থী এই সংবর্ধনা পেয়েছেন।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসন। পরে তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ভূঁইয়া সাজেলা সোহা এবং এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবলীন অধিকারী।
দেবলীন অধিকারী বলেন, ‘আমি আজ স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা রেখেছি। বাবা-মায়ের ত্যাগ ও শিক্ষকদের সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি, যেন একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করতে পারি।’
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার মূল উদ্দেশ্য হলো তাদের উৎসাহিত করা—তারা যেন ভবিষ্যতে আরও ভালো করে, ভালো মানুষ হয়। যারা এবার জিপিএ-৫ পায়নি, তারা যেন আগামীতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারে। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা থাকলে তারা কখনো বিপথে যাবে না।’
তিনি আরও বলেন, ‘আজকের এই শিক্ষার্থীরা ভবিষ্যতের তারকা। আজকের এই পদক্ষেপ তাদের ভবিষ্যতের পথচলায় সহায়ক হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানাজ পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা (এ্যানী), গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক গোলাম কবির এবং জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রহুল আমিন।
বিডি প্রতিদিন/জামশেদ