জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের পাশে লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুলের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি জানাজানি হয়।
এর আগে, ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন আরিফুল। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে বিকেলে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, ‘বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে মেডিকেলে নিয়ে আসেন। তারা জানান, তিনি উপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল এবং দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে এনাম মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।’
নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অনিক ট্রেডিং কর্পোরেশন’-এর প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় রয়েছি। আমাদের নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে, তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। পরে ফোনে জানতে পারি, এক শ্রমিক পড়ে মারা গেছেন। এর বেশি আমি কিছু জানি না।’
ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে ক্যানপি ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিহত শ্রমিকের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবির পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে এক জরুরি প্রশাসনিক সভায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এত বড় একটি ঘটনা ঘটেছে, অথচ আমাকে কেউ আগে জানায়নি। সকালে যা ঘটেছে, তা আমি রাতে জেনেছি। আমি চাই শুধু আর্থিক সহযোগিতাই নয়, এই ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তার যথাযথ বিচার নিশ্চিত করা হোক।’
বিডি প্রতিদিন/জামশেদ