নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনইউবি)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ড্রিমস ড্রাফটেড, পেইজেস ক্রাফটেড…’ শীর্ষক বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের রচিত মোট ৩৬টি বই প্রদর্শিত হয়। এই প্রদর্শনীকে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীল সাফল্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
প্রদর্শনীর মূল উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক প্রভাষক মিস আনিকা খান শিক্ষার্থীদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে বাস্তব রূপ দেওয়ার কারিগর হিসেবে প্রশংসিত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. মোস্তফিজুর রহমান এই আয়োজনকে ভবিষ্যৎ লেখক তৈরির অনন্য মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা এ ধরনের কাজের মাধ্যমে একাডেমিক পড়াশোনার বাইরেও জ্ঞানচর্চায় সচেতন হচ্ছে, যা তাদের ভবিষ্যতে লেখক ও গবেষক হিসেবে বিকাশে সহায়ক হবে।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক শিক্ষার্থীদের লেখক হিসেবে আত্মপ্রকাশকে ‘প্রশংসনীয় অর্জন’ হিসেবে অভিহিত করেন। বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শিহাব উদ্দিন আহমেদ তরুণ লেখকদের অভিনন্দন জানান। সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রদর্শনীর দীর্ঘমেয়াদি গুরুত্বের ওপর আলোকপাত করে বলেন, ‘ভুল শেখার স্বাভাবিক অংশ, আর এটাই উৎকর্ষের পথে এগিয়ে দেয়।’
ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, প্রদর্শিত বইগুলো বিভাগে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এই ধরনের সৃজনশীল কাজে অনুপ্রাণিত হয়।