এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে রয়েছে।
শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে সরাসরি সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান জয় লাভ করলে, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নির্ভর করবে রান রেটের ওপর। এই কারণেই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক।
আফগানিস্তান আজ একাদশে দুটি পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে বিশ্রাম দিয়ে দারভিশ রাসুলিকে সুযোগ দেয়া হয়েছে, আর আল্লাহ গজনফরের জায়গায় খেলছেন মুজিব উর।
শ্রীলঙ্কা একাদশেও একটি পরিবর্তন এনেছে। পেসার মহেশ থিকসানার জায়গায় দুনিথ ভেল্লালাগে মাঠে নামছেন।
আবুধাবির উইকেটটি স্পিনারদের জন্য ভালো বলে মনে হলেও, পিচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে আজকের উইকেটে কিছু ঘাস থাকার কারণে পেসাররাও সুবিধা পেতে পারেন।
আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, কারিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নুর আহমেদ, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।
বিডি প্রতিদিন/মুসা