কোটা সংস্কার অন্দোলনকে কেন্দ্র করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে বেলা ১১টার পর শিক্ষার্থীরা শহরের জলেশ্বরীতলার শহীদ আব্দুল জব্বার সড়কে সমবেত হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কালি মন্দিরের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর মিছিল নিয়ে কালি মন্দির হয়ে জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। তাদের হাতে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশের পর বেলা ১টার দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করে চলে যান।
বিডি প্রতিদিন/একেএ