বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯৪তম জন্মদিন শনিবার। ১৯৩০ সালের ৩ আগস্ট তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
নির্মল সেন ২০১৩ সালে ৮ জানুয়ারি পরলোকগমন করেন। নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বুলু বলেন, আমাদের সংগঠন ও নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের পক্ষ থেকে নির্মল সেনের জন্মদিন পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে নির্মল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর আলোচনা সভার মধ্য দিয়ে আমাদের কর্মসূচির সমাপ্তি ঘটবে।
বিডি প্রতিদিন/এএ