বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জসহ সারাদেশে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠানে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মোনাজাত। এতে অংশনেয় শিক্ষা প্রতিষ্ঠান কোমলমতি শিশু শিক্ষার্থীসহ ছাত্র-শিক্ষক ও স্থানীয় জনসাধারণ।
শোকসভায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বীরত্বগাথার বিভিন্ন দিক আলোচনা করে গণতান্ত্রিক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে আহ্বান জানানো হয়। দোয়া মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, এবং আহদের সুস্থতা কামনা করা হয়। ছাত্রদের প্রতি সমস্তক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনুস খান মেমোরিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান খান, প্রিন্সিপাল কামরুল হুদা, ম্যানেজিং কমিটি সদস্য রাফিয়া খান, মো:আসিফুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ