চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর, নয়ালাভাঙা ইউনিয়ন ও পৌরসভা আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে এবং লুষ্ঠিত দুটি ছাগল, ৬ বস্তা পেঁয়াজ-রসুন মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুজনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
রবিবার দুপুরে নয়ালাভাঙা গ্রামীণ ব্যাংক চত্বরে এসব লুষ্ঠিত মালামাল হস্তান্তরর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম আজম, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম পাসবান, সোনা মিয়াসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএম