ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুুদুল আলম দুলাল, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থী মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচার করতেই হবে। ইতিমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই