১৫ দফা দাবিতে মানিকগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিশ। রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আহমদ আলী কাশেমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফরায়েজি, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোওলানা মোহাম্মদ আবু বক্কর, ইসলামী যুব মজলিশের জেলা সভাপতি দেওয়ান তানজিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের তালিকা প্রকাশ করে তাদেরে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। গণহত্যার দায়ে অপরাধী শেখ হাসিনাসহ সকল নির্দেশদাতা ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সমাবেশ শেষে শহীদ রফিক সড়কে একটি বিশাল মিছিল বের করে জেলা খেলাফত মজলিশের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন