চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামো রাজরামপুর পিয়ার বিশ্বাসের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, সকালে পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় মহানন্দা নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মরহেদটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল প্যান্ট ও শার্ট। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। তবে নিহতের চেহারা দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি নদীর আশপাস এলাকার বাসিন্দা হতে পারে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম