হাসিনা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের স্মরণে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, পৌরসভার কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদী, এফ শাজাহান, আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, সদস্য মাহফুজ মন্ডল, প্রতীক ওমর প্রমুখ।
আলোচনা সভা শেষে হাসিনা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল