হিন্দু ধর্মালম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিশ্ব শান্তি কল্পে ও দেশমাতৃকার শুভ কল্যাণে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের শ্রী শ্রী মদনমোহন মন্দির সেবাশ্রমের যুব কমিটি ও পূজা উদযাপন কমিটি এর আয়োজন করে। শোভাযাত্রাটি পৌর শহরের জগন্নাথ আখড়া নাটমন্দিরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সহ-সভাপতি টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএপির সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক মো. কাজল তালুকদার, শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা সহ-সভাপতি ডা: সুভাস চন্দ্র মিত্র, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু, পৌর কমিটির সভাপতি দিলীপ হাওলাদারসহ সনাতনী নারী ও পুরুষ।
শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারন সম্পাদক এ্যাড.নাথুরাম ভৌমিক জানান, দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির কারণে জন্মাষ্টমীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তাছাড়া অনুষ্ঠানের উদ্বৃত্ত টাকা বন্যা কবলিত এলাকায় পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ