গোপালগঞ্জে ইঞ্জিন চালিত খেয়া নৌকা ও বালু বোঝাই বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবিতে শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জয়নগর নামক স্থানে মধুমতি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুর নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে।
স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জন যাত্রী নিয়ে সদর উপজেলার জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিলেন।
ট্রলারটি মাঝনদীতে পৌছালে নদীতে প্রচন্ড স্রোত থাকায় অপর দিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লাগে।
এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলার চালকসহ যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও শফিকুর রহমান লালন নিখোঁজ হয়।
বুধবার সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএ