বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা বাতিল ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বর্ধিত সভা করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষকদল।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে জেলা কৃষকদলের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এ ছাড়াও সভায় জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জলসহ জেলা উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এসময় বক্তারা অতিদ্রুত সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা বাতিলের দাবিসহ দেশে ফিরিয়ে আনার জন্য আগামীতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন দলটির নেতাকর্মীরা
বিডি প্রতিদিন/এমআই