জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে বাজলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে শেষ হয়।
জয়পুরহাট পৌর সভার কাউন্সিলর মামুনুর রশীদ মামুনসহ তার অনুসারিরা বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের অফিস ভাংচুর ও হত্যার হুমকি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রেজা, সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজিব, আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসানসহ প্রমুখ
বিডি প্রতিদিন/এএ