দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনাম ক্ষুণ্ণের অভিযোগে মুন্সীগঞ্জ জেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- টঙ্গীবাড়ি উপজেলা দীঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম মোল্লা এবং কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল বেপারী। তাদের বিএনপির পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়ে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপির এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শামীম মোল্লা পদ্মায় বালু লুট এবং হীনস্বার্থ চরিতার্থ করার জন্য নিরপরাধ মানুষকে মামলায় জড়ানোর সঙ্গেও জড়িত ছিল। তাই দলের ভাবমূর্তি রক্ষায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন