সন্ত্রাসী হামলায় নিহত কাহালু উপজেলার সামন্তহার গ্রামের সাবেক যুবদল নেতা ব্রাজিলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্ত্রী মোছা. পপি বেওয়া। রবিবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ জুলাই কাহালু উপজেলার কয়েকজন মিলে আমার স্বামী ব্রাজিলকে খুন করে। গত ৯ জুলাই তাদের বিরুদ্ধে বগুড়ার কাহালু থানায় আমার শাশুড়ি মোছা. আনজুয়ারা বিবি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আমাদের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তারা।
তিনি আরও বলেন, স্বামীকে হারিয়ে আমার ছোট ছেলে মো. ইসমাইল হোসেনকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এসময় তিনি আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই