দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আখতারা পারভীনের বদলির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জিলা স্কুলের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ক্ষমতার জোর খাটিয়ে এঁটে বসা দুর্নীতিগ্রস্ত দিনাজপুর জিলা স্কুলকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন প্রধান শিক্ষাকা আখতারা পারভীন। শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকা আখতারা পারভীনের বদলির দাবি জানায়।
বিডি প্রতিদিন/এএ