মেহেরপুরের গাংনীতে ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১২)। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করে। আটককৃত রাকিব গাংনী উপজেলার লক্ষীনারায় ণপুর ধলা গ্রামের আক্তারুলের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-১২ সিপিসি মেহেরপুর গাংনী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার এনামুল হক জানান, রাহিব তার নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় র্যাব। এ সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১২) অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা ও দুটি দেশীয় অস্ত্র(হাসুয়া) সহ রাকিব কে আটক করে। আটককৃত রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গাংনী গাংনী থানা পুলিওেশর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম