গাজীপুরের কালিকৈরে শ্রমিক দলের সমাবেশে সফল করতে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকদের ঢল নেমেছে। শনিবার বিকেলে গাজীপুরের সদর কোনাবাড়ি কলেজ মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, শনিবার সকাল থেকে সমাবেশ সফল করতে মিছিল নিয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। গাজীপুর জেলা শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে সফল করতে সকাল থেকে ওই মাঠ প্রাঙ্গনে শ্রমিকদের মাথায় লাল রঙের টুপি ,সাদা গেঞ্জি গায়ে পরিধান করে মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশ যোগ দিতে দেখা যায়। ওই সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী ও স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ