গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইস্কুলের সামনে ’মাদক বিরোধী আন্দোলন’ নামের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের নেতা তারেক রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তারেকুল ইসলাম টুটুল, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি এমএ মোতিন মোল্লা, মাদকবিরোধী আন্দোলনের নেতা মাকসুদুর রহমান প্রমুখ।
বক্তারা গোবিন্দগঞ্জের আনাচে-কানাচে গড়ে ওঠা মাদকের ব্যবসা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। শেষে মাদক বিরোধী আন্দোলনের পক্ষে শিক্ষার্থী সাব্বির সুস্মান উপস্থিত শিক্ষার্থীদের মাদক থেকে নিজেকে দূরে রাখার শপথবাক্য পাঠ করান।
বিডি প্রতিদিন/এএম