কক্সবাজারের চকরিয়ায় বিষাক্ত সাপের কামড়ে কলেজ আশরাফুল মাসুদ পিয়াল (২৩) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়নের মাইজকাকারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পিয়ালকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশরাফুল মাসুদ পিয়াল কাকারা ইউনিয়নের মাইজকাকারা এলাকার মাসুদ রেজার ছেলে ও লোহাগাড়া বার আউলিয়া কলেজ এ অনার্স পড়ুয়া ছাত্র।
পিয়ালের বাবা মাসুদ রেজা বলেন, রাতে বাড়ি ফেরার পথে অন্ধকারে সাপের কামড়ে গুরুতর আহত হয় পিয়াল। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার উন্নতি না হলে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হবে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম