বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে অভিমান করে মুন্নি বেগম (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। মুন্নি বেগম পূর্ব সুজনকাঠি গ্রামের সবুজ সরদারের স্ত্রী।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে মুন্নি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্বামী সবুজ সরদার বলেন, সোমবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। এরপর তিনি বাজারে ওষুধ আনতে যান। ফিরে এসে ঘরে মুন্নিকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিডিপ্রতিদিন/কবিরুল