বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে চার ছাত্র হত্যা মামলায় মো. আ. রাজ্জাক (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আ. রাজ্জাক, ঢাকা জেলার সাভার থানার মজিদপুর চৌরাস্তা এলাকার মো. আ. রহমানের ছেলে। তিনি সাভার পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন,সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে মজিদপুর চৌরাস্তা এলাকা থেকে মো. আ. রাজ্জাককে গ্রেফতার করা হয়। তিনি সাভার মডেল থানার চার ছাত্র হত্যা মামলার আসামি। দুপুর তাকে হত্যা মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।